Smart Phone Usage: স্মার্ট ফোন টিকছে না, এই কয়েকটি পদ্ধতি মানুন, ফোন টিকবে অনেকদিন, দেখে নিন
Smart Phone Usage: চেষ্টা করবেন ফোনের চার্জ ২০ শতাংশের নিচে নামার পর সেটি আবার চার্জে বসাতে।
চার্জিং পোর্টের পিন ভেঙে যাওয়া বা বেঁকে যাওয়া অবস্থায় কখনই ফোনে চার্জ দেবেন না। চার্জিং পোর্ট থেকে বিদ্যুৎ লিক করতে পারে, যা আপনার স্মার্টফোনের ভয়াবহ ক্ষতি করে দেওয়ার পক্ষে যথেষ্ট। (প্রতীকী ছবি)
যে সংস্থার স্মার্টফোন সেই সংস্থার নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য তৈরি চার্জার দিয়ে ফোনে চার্জ দিন। অন্য সংস্থার চার্জার বা বাজার চলতি লোকাল চার্জার কিনে কখনই ফোনে চার্জ দেবেন না। (প্রতীকী ছবি)
মাঝে মাঝেই স্মার্ট ফোন চার্জে বসাবেন না। সকালে স্মার্টফোন চার্জে বসান এবং টানা সময় চার্জ দিয়ে তা ফুল চার্জ করে খুলে নিন।সারাদিনে যদি একবার চার্জ দিলেই কাজ চলে যায় তবে সেটা সবচেয়ে ভাল। (প্রতীকী ছবি)
চেষ্টা করবেন ফোনের চার্জ ২০ শতাংশের নিচে নামার পর সেটি আবার চার্জে বসাতে। ঘুমোনোর সময় মাথার বালিশের নিচে স্মার্টফোন রাখবেন না। আপনার মাথার চাপে ফোনের মারাত্মক ক্ষতি হয়। (প্রতীকী ছবি)
ফোনে চার্জ দেওয়ার সময় কভার বন্ধ রাখবেন না। বরং সমস্ত রকম কভার থেকে বার করে স্মার্টফোনে চার্জ দেওয়া ভাল। (প্রতীকী ছবি)
No comments:
Post a Comment